মঠবাড়িয়া

মঠবাড়িয়ায় গৃহকর্মীকে ‘দলবেঁধে ধর্ষণ’

মঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক গৃহকর্মীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে তিনজনকে আসামি করে রোববার থানায় মামলাটি দায়ের করে।
মামলার এজাহারে দাউদখালী গ্রামের আফজাল খানের ছেলে সুমন খান, ছালাম হাওলাদারের ছেলে ইমরান হাওলাদার ও জিয়াম হাওলাদারের ছেলে রাজু হাওলাদারকে আসামি করা করা হয়েছে।
মামলার বিবরণে বলা হয়, মঠবাড়িয়া উপজেলার দাউদখালী গ্রামের মেয়েটি পাশের দেবত্র গ্রামের একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করেন। আসামিরা প্রায়ই যাতায়াতের পথে মেয়েটিকে উত্ত্যক্ত করত।
শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে দেবত্র গ্রামে যাওয়ার সময় আসামিরা মেয়েটিকে একটি সরকারি ক্লিনিকের ছাদের উপর নিয়ে গিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে রাত দেড়টার দিকে স্থানীয় এক লোক ঘটনাটি দেখে ফেললে আসামিরা পালিয়ে যায়।
ওসি বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে (১৯) পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Comment here