নিজস্ব প্রতিবেদকঃ
পিরোজপুরে আনুষ্ঠানিভাবে যাত্রা শুরু করলো বহুল কাঙ্খিত ক্রিকেট একাডেমি। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় জেলা স্টেডিয়ামের ক্রীড়া ভবনে ক্রিকেট একাডেমি অব পিরোজপুর (ক্যাপ) এর শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাহিদ ফারজানা সিদ্দিকী।
জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে পিরোজপুর জেলা ক্রিকেটের মান উন্নয়ন ও নতুন ক্রিকেট খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে গঠিত ক্রিকেট একাডেমি অব পিরোজপুর (ক্যাপ) এর প্রধান উপদেষ্টা হিসেবে আছেন,পিরোজপুর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। সভাপতি হিসেবে আছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন জেলা ক্রিকেট কোচ লিমন কুমার দে সঞ্জীব।
উদ্বোধণী অনুষ্ঠানে ২০ জন ক্রিকেটারদের মধ্যে ক্রিকেট একাডেমি অব পিরোজপুর (ক্যাপ) এর ফরম তুলে দেওয়া হয়।
Comment here