নাজিরপুর

নাজিরপুরে বৈদ্যুতিক পাখা খুলে মাথায় পড়ে ২ শিক্ষার্থী আহত

নাজিরপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের নাজিরপুরে বিদ্যালয়ের বৈদ্যুতিক পাখা খুলে মাথায় পড়ে ২ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের ৪৫নং দক্ষিন হোগলাবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।
আহত শিক্ষার্থীরা হলো- ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী তাসনিয়া আফরোজা জুঁই (১১) ও একই শ্রেণীর সুবর্না আক্তার (১১)। আহত তাসনিয়া আফরোজ স্থানীয় হোগলাবুনিয়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে ও সুবর্না আক্তার একই এলাকার হাবিবুর রহমানের মেয়ে। গুরুতর আহত ওই ২ ছাত্রীকে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্রী তাননিয়া আক্তার জানায়, তারা প্রায় ২৫ শিক্ষার্থী আজ বুধবার সকালে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর জসিম উদ্দিন কক্ষে বসে পঞ্চম শ্রেণীর সমাপনি পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং করছিলো। হঠাৎ শ্রেণী কক্ষের একটি চলন্ত বৈদ্যুতিক পাখা ভেঙ্গে তার মাথার উপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। এ সময় তার পাশে থাকা সুবর্না আক্তারও গুরুতর আহত হয়।
এ সময় ওই শ্রেণীতে পাঠদানে থাকা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিমাংশু মজুমদার জানান, তিনি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের গনিতের কোচিং ক্লাস নিচ্ছিলেন। এ সময় ওই কক্ষের একটি বৈদ্যুতিক পাখা ভেঙ্গে ২ শিক্ষার্থী আহত হয়েছে।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা শিকদার মো. আতিকুর রহমান জুয়েল জানান, ঘটনা শুনে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং ওই ক্লাস্টারের দায়িত্বে থাকা সহকারী শিক্ষা কর্মকর্তাকে বশির উদ্দিনকে সেখানে পাঠানো হয়েছে।

Comment here